This entry is part 8 of 10 in the series মনমাঝি
Monmajhi/oimookh.com

মনমাঝি -মুখোপাধ্যায় Monmajhi/oimookh.com

পর্ব-৮। _________________________________________________________________________________________________

শিমুলের কথা আগে যে কোনওদিন রুবন ভাবেনি এমন নয়,বহুবার তার মনে হয়েছে, ‘শিমুলকে একটা ফোন করি’…কিন্তু ছোটো মেয়ে, যতই হোক মনে একটা আঘাত তো পেয়েছিল , হয়ত নিজের পরিচিত পরিবেশে গিয়ে সেটা ভুলেই যেতে চেষ্টা করবে, পাছে ফোন করলে যদি হিতে বিপরীত হয় … এই ভেবেই শিমুলের সাথে আর তার যোগাযোগ করা হয় নি। কিন্তু যত দিন গেছে আর সময় এগিয়েছে তার মনে হয়েছে, ……

………………………………………………………………………………………………………………………………………………….ক্রমশ

Series Navigation<< মনমাঝি/৭প্রকাশের পথে ‘মনমাঝি’ >>
© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh