পর্ব—৫। _____________________________________________________________________________
রাতে খাওয়া দাওয়ার পর রাঙাপিসি গাড়ি বারান্দার কোণের দিকের ঘরটায় বাবার শোওয়ার বন্দোবস্ত করল । শিমূলের হাতে সাদা প্রিন্টেড বেডশীট আর পিলোকভার বার করে দিল আলমারি থেকে । শিমূল জানে ওই ঘরটা আগে রুবনদার ছিল।এখন সে আর থাকে না বলে ঘরটা ফাঁকাই থাকে । পিসিদের একতলা দোতলা মিলিয়ে প্রায় ছ’টা ঘর । নিচে পিসেমশাইয়ের বৈঠকখানা ছাড়াও আরেকটা ঘর আছে । তাছাড়া রান্নাঘর ,বাথরুম। কাজের মেয়েদের থাকার জন্য আরও দুটো ঘর আলাদা করা আছে বাগানের দিকে । দোতলায় চারটে ঘর ,ঠাকুরঘর , গোল গাড়ি বারান্দা , বড়ো দালান , বাথরুম …ছাদের সিঁড়ি।
………………………………………………………………………………………………………………………………………………..ক্রমশ
© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh