পাঁচালী/ ১৮ই মে, ২০১৩
দিনে দিনে আমার কথাগুলো হারিয়ে যাচ্ছে …..
হারিয়ে যাচ্ছে আমার অনর্গল কথা কয়ে যাওয়ার অভ্যেস….
শরীরের বয়সের সাথে সাথে মনের বয়সটাও বাড়ছে।
একট সময় ছিল ….যখন কেউ ছিলনা…. ছিল শুধু ‘আমি আর আমার কথা’ ……কাজে অকাজে আমি সারাদিন একা থাকলেও একাকিত্ব আমাকে গিলে খেতে আসতনা …..কারন আমার মন জুড়ে থাকত বলতে পারা -না পারা অনেক অনেক কথার রাশি……যার হাত ধরে আমি পেয়েছি অনেক বন্ধু….আত্মীয়….সম্পর্ক!!! জীবনের অনেক না-পাওয়াও যেমন ভুলে থেকেছি তেমনই অনেক পাওয়াও হারিয়ে ফেলেছি এই অক্লান্ত কথা বলতে পারার বদ্অভ্যাসে। কিন্ত আজ যেন সবেতেই ভাটা পড়েছে …..আমার গণেশের কলমও সরতে চাইছেনা….আগে রাতের পর রাত নির্ঘুম কেটে যেত …. একটা কলম আর একটা খাতাই ছিল আমার প্রতিপক্ষ। ‘কিলিখি’…এই ভেবেই পাতার পর পাতা ভরে উঠত কলমের কালিতে মনের কথায় …. আর আজ বড়ো ক্লান্ত লাগে …..আমার কলমও রা কাটতে চায় না ।
ইদানীং আমার সব লেখাগুলোই অপুষ্টিজনিত রোগে ভুগছে….আর জায়গা করে নিচ্ছে ঘরের আনাচে কানাচে….ডাস্টবিনে।দাঁড়ি,কমা,সেমিকোলন গুলো আমার দিকে তাকিয়ে থাকে হাঁ করে ….. কখন আমি তাদের মাঝের ফাঁকা জায়গাগুলো ভরে তুলব এই আশায় …..কিন্ত আমার শব্দগুলো আর নতুন করে কোনো সাঁকো গড়ে তোলেনা ,এপার ওপার যোগাযোগের জন্য …. ধীরে ধীরে বুড়িয়ে যাচ্ছি , পুড়িয়ে ফেলছি নিজেকে ….. এখন আমার বাঁধভাঙ্গা কথা …..শব্দ বাণে জর্জরিত করে না কাউকে ….যে আমি মনে করতাম কথাই পারে সব সমস্যার সমাধান করতে আজ সেই আমিই এখন মনে করি বোবার শত্রু নেই ………ভাবি সময় পাল্টে যাচ্ছে না আমি?…..কে জানে!!!!!
© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh