আজ স্বপ্ন আমার পরবাসী
মেঘ জমেছে ঈশান কোণে,
মনপাখিটা উড়ান ভুলে
বন্দী খাঁচার নির্বাসনে…..

চিলেকোঠার লুকোনো খাঁজে
খাম ও চিঠির বসতবাটি
ঘুন ধরেছে মনের ভিতর
বার মহলে পরিপাটি ……

© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh