তোর বুকেতে কান পেতেছি
জেনেছি তোর মন….
বুকের মাঝে বৈকালী হ্রদ
মনে স্নিগ্ধ কাশবন।
যন্ত্রণা তোর বয়স কত
বিকলাঙ্গ স্বপ্ন স্মৃতি…..
জীবন তোর অক্টোপাস
ভুলিয়ে রাখাই বিশ্বরীতি।
মনের যাত্রা নিরুদ্দেশ
পায়ের নীচে শ্যাওলা খাঁড়ি,
তুই চাইলে তোর কাছে
জীবনভোর থাকতে পারি।
বুকে তোর শিফন আকাশ
উড়নচন্ডী ঝড়ও ওঠে,
মনে তোর জল থৈ থৈ
সেই দীঘিতে পদ্ম ফোটে।
যতোই তোকে ভালোবাসি
অতলান্তিক মাত্রা সুখ,
খাপছাড়া পান্ডুলিপি
আধপোড়া কবিতা-মুখ ।
June 9, 2013 at 11:45am