তোমায় একটা সরল
সত্য জানিয়ে যাই…..
ভালোবাসা নারীময় নদীময়
কিন্তু সেই নদীময় ভালোবাসাই
কাল বদলাতে পারে তার রূপ ,
হতে পারে কালনাগিনী !
তবু বলে যাই বর্ষ শেষের
শেষ বেলায়….
এখন আমি আর নই
অস্থির বিষুবরেখা
তোমার প্রতীক্ষায় প্রতীক্ষায়
জানালার ঘষাকাচে ,
ঝাপসা অবয়বে ,
খুঁজে ফিরি না তোমায়
ভৈরবের জটাজালে
আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে থাকা
কালো স্বপ্ন গুলোকে
আজ প্রজাপতির মতো
উড়িয়ে দিলাম ….
আর বললাম….
তুমি স্মৃতি ,তুমি সততই সুখের
থাক তুমি আমার
পুরোনো খাতার পাতায়
বন্দী হয়ে…..
আমি চললাম
নতুন দেশ দেখতে ।