সেই যদি
বাসলে আমায় ভালো
কেন তবে আমার আকাশ
মসী মাখা কালো…..

সেই যদি
ভাবলে আমায় নিয়ে
কেন তবে আমার চলা
একলা পথ দিয়ে……

সেই যদি
ডাকলে আমায় হেসে
কেন তবে আমার মন
হারিয়ে গেল ভেসে….

সেই যদি
বললে আমায় গানে
কেন তবে তোমার আকাশ
আজও আমায় টানে…

 

June 9, 2013 at 12:54pm