পর্ব-৭। ________________________________________________________________________________________________
রুবনদা যত কাছে আসতে লাগলো শিমুলের অস্বস্তিটা যেন আরও বেড়েই চললো…ক্রমশ শ্বাসটা বন্ধ হয়ে যেতে লাগলো ।রুবনদার চোখের দিকে তাকাতে একটা গভীর লজ্জা আর অপরাধ বোধ কাজ করছে,কিন্তু কেন? সে তো কোনও অন্যায় করেনি,তবু যেন তার নিজেকে বড়ো অসহায় লাগছে…কানটা গরম হয়ে আসছে …ঘাড়ের কাছে একটা শিরশিরানি তার কাঁধ ছুঁয়ে শিঁরদাড়া বেয়ে নেমে যাচ্ছে ।
………………………………………………………………………………………………………………………………………..ক্রমশ