কিছু কি নেই বাকি ?
পারাপারে ফাঁকি….
সবই কি গেছে ছাড়িয়ে !
তাই বুঝি আজ
এতো এতো কাজ !
আর, তোর কথা গেছে হারিয়ে..

কোথায় কে কখন..?
মনেতে তখন…
চোখের দৃষ্টি এড়িয়ে….
কাকে আর দিবি ?
প্রেম মেপে নিবি…
না বলা কথার স্রোত পেরিয়ে …

দিন ফুরোলেই রাত্রি
নিঃসঙ্গ যাত্রী ….
অতীতের স্মৃতি আজও কুড়িয়ে
বুঝি না খেলা !
মিছে অবহেলা…..
তবুও কি কথা যায় ফুরিয়ে ?