মন পাখিটা মনের মাঝে
হাঁফিয়ে ছটফট…..
ভাবনা দিল পায়ে বেড়ি
বন্ধ দুয়ার কপাট…..
কেন এমন ভীষন নিদান ?
কেন এ কঠিন সাজ !!!!
ভাবতে ভাবতে কবিতা বলল
‘ওলো সই ফিরতে হবে আজ’
কবিতা দিল খোলা আকাশ
বন্দী পাখির উড়ান….
কবিতা গাইল বাউলগীতি
ভাঁটার টানে উজান!!!
রাতের শেষে শব্দ চয়ন
নতুন প্রেমের রাজ ,
কবিতা আমায় শিখিয়ে নিল
সৃষ্টি সুখের কাজ ।

November 23, 2013