সময়ের পা সাধি না আর

সে বয়ে চলে তার ছন্দে…

জীবন ও জীবিকার তালে

স’য়ে গেছে সব ভালো মন্দে।

 

দিন গেছে মাস গেছে

বছর ঘুরেছে তরঙ্গে…..

ভাবি আরও একবার যদি

দেখা হত তোর সঙ্গে ?

 

 আর নেই অপলক রাত

নেই অপেক্ষা ব্যস্ত পিচে….

সেই ছাতাখানা পড়ে আছে

আজও ছাদের সিঁড়ির নীচে।

 

বৃষ্টি জলে শহর ভেজে

মোমবাতি মন আজও গ’লে

মনে পড়ে কি ? পড়ে না…

কি কথা যেন গেছিলি বলে।

 

 তোর উদ্দাম ঘোরাফেরা

অকপট ….ভুলভাল রীতি

সবই আজ মুছে গেছে

আছে কপচানো রাজনীতি।

 

মন খুঁজেছে,বয়স বেড়েছে

গড়িয়েছে বহু রাত…..

আজ বুঝেছি ,তুই ছিলি না,

ছিল তোর, মস্ত অজুহাত।