হাতের ওপর হাত রেখেছি
বয়ে গেছে সময়…..
বুকে আজও কালবোশেখী
ধুলো উঠোনময় ।
দিনের পর দিন গুনেছি
ব্যস্ত তুমি আমি
কথাগুলো হারিয়ে গেছে
জানেন অন্তর্যামী।
বহুকাল খুঁজিনা তোমায়
কেমন আছো স্মৃতি?
চিলেকোঠার ঘুলঘুলিতে
লুকিয়ে আছে ভীতি!
সিঁড়ির পর সিঁড়ি ভাঙছি
এগিয়ে চলাই ভালো!
অতীত আজও অন্ধকারে
তবু হাঁৎরে বেড়াই আলো।