ভাবছি ,
আসছে বছর জন্মদিনে
একটা নির্জন দ্বীপ কিনব
চারপাশে শুধু নীল আর নীল
নীল জল ….নীল আকাশ…
নীল স্বপ্ন ….নীল বিশ্বাস
রূপকথার সোনালী দ্বীপ
ভাসবে মায়াবী আলোয়
মখমলী চিকণ সবুজ গাছে গাছে
সাজানো ফুল ফল প্রজাপতি !
স্বপ্নের প্রজাপতি
উচ্চাশার প্রজাপতি
আলোর প্রজাপতি …
ভালোবাসার প্রজাপতি ...
ফল পারব ,ফুল তুলব
ছুটব প্রজাপতির নেশায়..
ভাবছি এবার….
কিনবই কিনব সোনালী দ্বীপ
আমার সমস্ত হাসির বিনিময়ে।