তুই কি ভাবিস মনে
এমনি আমার চাওয়া
এপার ওপার সখ পেরিয়ে
এমনি আসা যাওয়া…
একটা গোটা ইচ্ছে নদী
মাঝখানেতে নেই যে সাঁকো
এমনি করেই আগল ভেঙে
মনটা দিলাম মনে রাখো!
বয়ে চলে স্বপ্নে সময়
এমনি পালের হাওয়া…..
দূর আকাশে হাত বাড়ালেই
যায় কি তোকে পাওয়া ?
June 9, 2013 at 1:15pm