ছায়ার সাথে যুদ্ধ করে
কাটে আমার দিন!
হাভে ভাবে জলপরী ,
আমি এমনি অবার্চীন !
স্বপ্নে বানাই অট্টালিকা
তার অনেক উঁচু সিঁড়ি…
আলোর রাস্তা ভুলে আমি
অন্ধকারে ফিরি…..
সবাই আমায় ভাবে ভুল
তাই ভুলকে করি ভয়
শূন্য থেকে শূন্যে মিলি
কেন যে এমন হয়….?
যোগের খাতায় বিয়োগ করি
অঙ্কে বড়োই কাঁচা,
ভাবের ঘরে চুরি করে
এ, কেমনতর বাঁচা!!!