একবার এক পাহাড়
আমায় স্বপ্ন দিল,
তার রূক্ষতাকে গলাতে হবে,
পাথরে ফুল ফোটাতে হবে!
সেই থেকে কত আলোকবর্ষ ধরে
আমি ভেঙেছি পাথর…
আর সময় ভেঙেছে আমাকে
তাই আমার দুচোখ জুড়ে
আজ শুধুই ভাঙনের নেশা…
যদিও এখন সেই পাহাড় গলে দীঘি
আর সেই দীঘি জলে পারিজাত
যার পাপড়ি শুকোলে নরম পালক!
আর সেই পালক আমার পাথুরে মনে ।

______________________________________________oimookh.com