আমার সাতকাহন/@indrila

আমার সাতকাহন/@indrila

পাঁচালী/নভেম্বর ২৬ , ২০১৩


 

জীবনের দাম কত জানি না …কিন্তু মনের দাম এক কানাকড়িও না…। মন কি …কোথায় থাকে …কেন মন খুশি হয় …কেন সে দুখি হয়, এ প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে বেলা পড়ে যায়…আর কদিন ই বা অপরাহ্নের লালিমা আমাকে রাঙ্গাবে জানি না…। তবু এখনও ঘাসের ওপর গঙ্গা ফড়িং দেখলে আমার মন উড়ে যায় ছোটোবেলার সেই দিনে…যখন হেমন্তের ভোরে শিশিরে সিক্ত ঘাসের ওপর খালি পায়ে হেঁটে বেড়ানোর মজাই ছিল আলাদা…। সারাজীবনে কি পেলাম, কি হারালাম তার হিসেব কষিনি কোনোদিন …শুধু ভালো লাগার মুহুর্তগুলোকে আগলেছি মাত্র…। সেই বয়ে যাওয়া ভালো লাগা ,সেই ক্ষয়ে যাওয়া সুখ আমাকে আজও শান্তির পরশ দেয়…। জীবনে যত ব্যাস্তই থেকেছি সেই খুশির পলটুকুর সাথে জড়িত মানুষজন আজও আমার বড়ো কাছের…। জীবন মুহুর্তের কোলাজ…নাই বা থাকল সম্পুর্ণতা…সম্পৃক্ততা থাকলেই চলবে…যদি মুহুর্তের কোনো ভাললাগাা জীবনে ক্ষণিকের সুখে দেয় ……তাও সেই ভালবাসার ঘড়া যেন থাকে চির উপচিয়মান…কারন সুখ তো ক্ষনিকেরই…। কথায় আছে “সুখ স্বপনে শান্তি শ্মশানে”…..তাই বোধকরি সুখ ছুঁয়ে দেখার অনুভুতি পরে হয় মানুষের … কিন্তু পরিপুর্ণতার সন্ধানে সেই মুহুর্ত সুখ যেন বিকৃত না হয়ে ওঠে,এই চাওয়াটাই চেয়ে এসেছি সারাটা জীবন…। এখন বয়স এসেছে শরীরের মধ্যস্থলে… এখন ছোট ছোট রাগ আভিমান ভুলতে পারি অতি সহজে…চেতনার চৈতন্যে শান দিয়ে খুঁজতে যাই অমৃতসুধা…তাই মিথ্যে আমিত্ব আমাকে আর কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের চাঁদকে প্রতিপক্ষ করে তোলে না…। শুধু বৈকালী মনখারাপের হাতে নিজেকে বড়ো অস্থির লাগে …হয়ত বা একা লাগে……। মনে হয় হারিয়ে যাই …ভুলে যেতে চাই কি আমার অতীত… ? কি আমার বর্তমান…? আর কিই বা আমার ভবিষ্যৎ হতে পারে…!!!!!