সত্যি বল কতটা ভাবিস আমায়
সাঁঝবেলাতে বুনো পাখির
ঘরে ফেরা দেখলে,
মনে পড়ে না আমায়?….সত্যি বল!!
বৃষ্টি শুরু হবো হবো,
তাই মন আকুল!!!
দাঁড় টেনে টেনে মাঝনদীতে
আবার পথ ভুল…..
চোখের তারায় জাগে
স্বপ্ন স্বপ্ন মন,
দিনে রাতে হারিয়ে খুঁজিস
আমায় সারাক্ষণ ?
জমাট মেঘের ঝাঁপিতে
আকাশ মুখ ঢাকলে,
মনে পড়ে না আমায়?…সত্যি বল!!
শেষ বিকেলের ফিকে আলোয়
সেতারে ইমন বাজলেও,
মনে পড়ে না আমায়?……সত্যি বল!!!
সূর্যের উত্তাপের চেয়েও
আজ অতি স্পষ্ট,
আমায় ভুলতে চেয়ে
তোর পুড়ে যাওয়ার কষ্ট ।
খুঁজিস আমায় বরফ মাসের
অলসদুপুরে…
ঘুমহীন নিশুত রাতের
রুমঝুম নূপরে ?
আজও মনে পড়ে কি ?….সত্যি বল!!
আঙুলে আঙুল জড়ানো স্মৃতিতে
ঝোড়ো হাওয়া দিলে,
সত্যি বল, কতটা ভাবিস আমায়?
_____________________________________________৪ জুন, ২০১৪/@indrila