জিততে জিততে একা হয়ে যাওয়ার চাইতে
বেশ লাগে হারতে হারতে
ভিড়ে মিশে যেতে!
বেশ লাগে ফিরে দেখতে
নতুন ফ্রেমে পুরোনো সময়।
বদলে যাওয়া সময়ের হাত ধরে
খুঁজে পেতে ইচ্ছে করে
পুরনো সম্পর্কের আঁচ,
তবে আজও ঠিক বুঝে উঠতে পারি নি ….
সময় বদলায় নাকি সম্পর্ক ?
চেনামুখের আড়ালে কেন থাকে
অচেনা হাসি, অচেনা মানুষ?
নতুন বৃত্ত ঘিরে ধরলেই বুঝি,
হারিয়ে ফেলতে হয় পুরোনো গন্ডী !!!
ভুলে যেতে হয় অসময়ের ছেঁড়া পাল!
নির্বাচনের প্রতিশ্রুতির মত…
গড়িয়ে যাওয়া পাথরের মত…
খসে যাওয়া রাতের তারার মত!