যেখানে নেই কোনো ভয়াল রণবাদ্য দ্রিমদ্রিম
যেখানে নেই কোনো মহা সত্যের অপলাপ
সেইখানে ভোর আমার আজানের সুরে
সেইখানে গড়ি আমি চির শান্তির সংলাপ
বিশ্বের তাপ উত্তাপে আমিও নিরুত্তাপ
নির্বাসিত বিষমন্ত্র এক ধরেছি যে জঠরে,
তবু কি পেরেছি হতে,বিষধর কাল কেউটে,
সুপ্ত বাসনায় থেকেছি ঘুমিয়ে অজানা কোটরে!
জীবন খুঁজেছি শান্তি স্তোত্রে অশ্লীলতার দায়,
নখের আঁচড়ে ক্ষতবিক্ষত হয়েছি নেশায় চূর!
খোলস ছিঁড়ে বেরিয়েছি, তবু নামগোত্রহীন
আমি ভালোবাসার আজন্ম এক রাজসিক কোহিনূর॥
____________________________________________________________________________ /৭ই মে ,২০১৪ / ঐমুখ/@indrila