শহরের আনাচ কানাচ ঘুরে…

কলকাতার পুরোনো চৌকাঠ ডিঙিয়ে……

বৃষ্টি ভেজা এক মেঘলা দুপুর ।

যখন ভিজলো আমার শহর,

ভিজলো আমার মন….

একরাশ ভিড়ে তখন 

আমি নিজেকে হারিয়েছি তোর মাঝে..

তোর সরব নীরব শব্দ কোষে….

তোর বসনে ভূষণে বিলাসে ব্যসনে…

বড়ো রাস্তার সামনের বাঁকে 

যেন ডাকল আমায় কেউ

চোখ চোখে অলি গলি পাকস্থলি…….

আমি এগোলাম

পা গুনে গুনে,

তোর সন্ধানে ……

মনে মনে ।

 

হঠাৎ ….

লাল বাতির নিষেধ গেল উঠে

গাড়ী ছুটে ,

একলাফে টপকালো

আসন্ন রাস্তার মোড়

বৃষ্টি ভেজা লাজুক হাওয়ায়…

গাড়ী ছুটল, ছুটেই চলল

নতুন ছেড়ে পুরোনো ব্রিজে ।

ওয়াইপারে মুছে গেল

গাড়ীর কাচে ঝরে পড়া

জলের ফোঁটা

মনের ছবিগুলোও যদি

ধুয়ে মুছে হত সাফ….?

অন্তবিহীন এক দৃষ্টিতে

মনের সব ইচ্ছে গুলোকে….

দীর্ঘশ্বাসে রাখলাম তুলে ,

কালো কাপড়ে ঢাকা স্মৃতির চাদরে ।

_______________________________________24/9/2013