এক একটা শব্দ ছিল যেন ফেরিওলার স্বপ্ন … 

শ্বাস-প্রশ্বাশের ওঠাপড়ায় নিঃশব্দ এক প্রতিবাদ , 

খুশির প্রকাশ ছিল না চোখে…

তবু জীবনকে একবার হাতের মুঠোয় দেখব বলে

তোমার মত করে খুঁজেছি তোমায় ।

ভাবি এতোই যদি বুঝি, তবে কেন ভো্লাই নিজেকে 

নষ্ট ভাবনায়, ভ্রষ্ট কথায় …!!!

স্পষ্ট কথায় বলি,

ভালোবাসি তোকে তোর কষ্টের সততায়, 

নচেৎ বারমহলের ছুৎমার্গ আমার নেই… 

যতক্ষণ থাকবে আমার অনুভবের প্রগাঢ়তা,

আবেগের জলোচ্ছ্বাসে ভাসাব নিজেকে..

যেদিন পেরোবো এ কালগন্ডি,সেদিন কিন্তু ,

আমিই হব এক নিরালম্ব আজারবাইজান । 

খুঁড়তে খুঁড়তে আমারই গভীরে যাকে করব নির্মাণ….

সে আমারই ওম বিজড়িত এক তেজস্ক্রীয় মৌন স্বাধীনতা।

 

………………………………August 23, 2013 at 2:20pm