গহীনবাড়ি :
নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন এসে পৌঁছোলো যখন, তখন ঘড়ি বলছে সাড়ে আটটা বেজে গেছে। নভেম্বর মাসের প্রথম সপ্তাহ l কলকাতা এখনও তেমন শীতের মুখ না দেখলেও , এই শহরে কিন্তু বেশ শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে । রুকস্যাকটা পিঠে নিয়ে আর একটা ছোট ট্রলি ব্যাগ নিয়ে ট্রেন থেকে নেমে পড়ল উজান । রোদের তেজ তেমন একটা নেই l ঝোড়ো হাওয়া দিচ্ছে বেশ। প্ল্যাটফর্ম ছেড়ে বেশ কিছুটা এগোতেই উজানের মনে হল গাড়ির নম্বরটা দেখতে হবে l কটেজ থেকে তো গাড়ি পাঠানোর কথা…