মনমাঝি

____________________________________________

তিতাস ধরের কলমে..

মনমাঝি পড়া শেষ করলাম। পাঠ প্রতিক্রিয়া কি ভাবে যে লিখব তাই ভাবছি। অদ্ভুত একটা মায়াময় পরিবেশ লেখিকা ঐন্দ্রিলা মুখোপাধ্যায় তার কলমের আঁচড়ে সৃষ্টি করেছেন। একটি শহুরে মেয়ের ঝাঁ চকচকে শহরের ইতিবৃত্ত টপকে তাকে যেভাবে ঝাড়গ্রামের রুক্ষ বুনো পরিবেশে চিত্রায়ণ করেছেন, তাতেই গল্পের মাধুর্য অপরিসীম বেড়ে গেছে। একটি সহজ অথচ বলিষ্ঠ নারীচরিত্রের পাশাপাশি দুটি পরষ্পর বিরোধী পুরুষ চরিত্রের ভালোবাসার আকুতি, দ্বন্দ্ব ও সম্পর্কের যে জোয়ারভাটা তৈরী করেছেন গল্পের মধ্যে, কোথাও তা এতটুকুও অতিরঞ্জিত মনে হয় নি। একথা একেবারেই মনে হয়নি মনমাঝি লেখিকার একেবারে প্রথম উপন্যাস। কি সাবলীল, ছন্দময় স্বপ্ন ছড়িয়ে দিয়েছেন লেখার প্রতিটি বাঁকে, যা পড়তে পড়তে পাঠক হিসেবে আমি ভীষণভাবে ভাবাবেগে বয়ে গেছি। প্রকৃতির রূপ রস গন্ধ বর্ণ সুষমা এমনভাবে উজার করে দিয়েছেন লেখার মধ্যে দিয়ে যে ঝাড়্গ্রামকে কিম্বা বাসন্তীকে যেন পাঠক নতুন ভাবে আবিষ্কার করতে পারবেন। শিমুল, রুবন, অভ্রর পাশাপাশি রূপসা চরিত্রটিকেও এমন যত্নে গড়েছেন, তার ইন্দোআমেরিকান সাজ পোষাকে রূপসা যেন অতি পরিচিত একজন ঘরের মেয়ে হয়ে উঠেছে।আসলে আমার মনে হয়েছে লেখিকা পরিবেশ প্রকৃতি চরিত্র দর্শন সবকিছুর মধ্যেই এক ঘাত প্রতিঘাতকে তুলে ধরেছেন কাহিনীর মধ্যে দিয়ে। ‘ভালোবাসা এক অভ্যেস মাত্র’— এইকথা দিনান্তে মনে হওয়া মানুষদের বুঝিয়ে দিতে চেয়েছেন ভালোবাসা আসলে কি? আর এই গভীর অভিব্যক্তিকে নিখু্ঁতভাবে কিন্তু অতি সুকৌশলে তার গল্পের পরিসরে ফুটিয়ে তুলতে সার্থকও হয়েছেন। পরিশেষে শুধু বলতে চাই, এই উপন্যাসটি যারা এখনো পড়েন নি তারা একবার অন্তত পড়ে দেখুন, ভালোবাসার ঐশ্বরিক রূপ কি তা জানতে পারবেন, আর যারা ভাবেন প্রেমের উপন্যাস লেখার মত লেখক এখন আর নেই, তাদের অন্ততঃ সে ভুল ভেঙে যাবেই— ভবিষ্যতে আরো আরো এমন মোহময় লেখা পাব আশা করে বলি আপনার কলম অক্ষয় হোক। ভালো থাকবেন লেখিকা, আর এমন করেই ভালো রাখবেন আমাদের।

Series Navigation<< পাঠ প্রতিক্রিয়াপাঠ প্রতিক্রিয়া >>
© Copyright 2019 @indrila, All rights Reserved. Written For: Oimookh