amar satkahon/oimookh.com

amar satkahon/oimookh.com

 পাঁচালী/ নভেম্বর ২৬, ২০১৪

______________________________________________________________________

মানুষের গোটা জীবনটাই একটা যাত্রাপথ। এই পথে অনেক কিছুই শিখতে হয় …..আসলে একটি মানুষের জীবনে কে বেণীমাধব আর কে যে রাধামাধব সেটি চিনে নেবার জন্যই বোধহয় এই শিক্ষা । এইভাবেই এক সুদীর্ঘ অনির্দিষ্ট পথ অতিক্রম করতে করতে মানুষের যাত্রা এসে শেষ পর্যন্ত মেশে বৈকুন্ঠধামে। যেখানে সকল জীবাত্মা পাপাত্মা পরমাত্মার সাথে মিলিত হয়…..সব পাপ হরণ করেন যে পরমাত্মা , তিনিই তো হরি!!!! সকল জীবের পরম পিতা! সৃষ্টিকর্তা। তাই বোধহয় সারাজীবনে মানুষের একটা খোঁজ থাকে নিজেকে জানার , নিজেকে চেনার….এবং সেই উৎসের অনুসন্ধান হেতু মানুষের মধ্যে এক অজানা আকর্ষণ অনুভূত হয়….এও এক বিজ্ঞান । যেন কৃষ্ণগহ্বর থেকে শ’য়ে শ’য়ে পরমানু কনা অবিরাম ধাবিত হচ্ছে আর যে যার যাত্রাপথ অতিক্রম করে একটি সম্পূর্ণ আনবিক তত্ত্ব গঠনের প্রয়াস করে চলেছে….!!! সমগ্র যাত্রাপথে যার কাজ সম্পূর্ণতা পায় , স্থিতিশীল হয় তার মুক্তি ….যার মধ্যে অসম্পূর্ণতা থাকে , অস্হিরতা থেকে যায় তার আবার নতুন যাত্রাপথ ধার্য হয়! আবার সেই ছুটে চলা ….আবার সেই মন আর মাথার কুরুক্ষেত্রের যুদ্ধ। প্রবৃত্তি আর নিবৃত্তির দ্বন্দ্ব । বিজ্ঞানের ভাষায় অনু পরমাণুর সঠিক যোজ্যতায় সাম্যতা গঠনের অভিপ্রায় এবং সর্বশেষে নিস্তরঙ্গ হওয়ার বাসনা !!!!

______________________________________________________________________________________________________________________________

  

 

 আমার সাতকাহন/@indrila

আমার সাতকাহন/@indrila

 পাঁচালী/ ১৮ই মে, ২০১৩


দিনে দিনে আমার কথাগুলো হারিয়ে যাচ্ছে …..

 হারিয়ে যাচ্ছে আমার অনর্গল কথা কয়ে যাওয়ার অভ্যেস….
 শরীরের বয়সের সাথে সাথে মনের বয়সটাও বাড়ছে।
 একট সময় ছিল ….যখন কেউ ছিলনা…. ছিল শুধু ‘আমি আর আমার কথা’ ……কাজে অকাজে আমি সারাদিন একা থাকলেও একাকিত্ব আমাকে গিলে খেতে আসতনা …..কারন আমার মন জুড়ে থাকত বলতে পারা -না পারা অনেক অনেক কথার রাশি……যার হাত ধরে আমি পেয়েছি অনেক বন্ধু….আত্মীয়….সম্পর্ক!!! জীবনের অনেক না-পাওয়াও যেমন ভুলে থেকেছি তেমনই অনেক পাওয়াও হারিয়ে ফেলেছি এই অক্লান্ত কথা বলতে পারার বদ্অভ্যাসে। কিন্ত আজ যেন সবেতেই ভাটা পড়েছে …..আমার গণেশের কলমও সরতে চাইছেনা….আগে রাতের পর রাত নির্ঘুম কেটে যেত …. একটা কলম আর একটা খাতাই ছিল আমার প্রতিপক্ষ। ‘কিলিখি’…এই ভেবেই পাতার পর পাতা ভরে উঠত কলমের কালিতে মনের কথায় …. আর আজ বড়ো ক্লান্ত লাগে …..আমার কলমও রা কাটতে চায় না ।
ইদানীং আমার সব লেখাগুলোই অপুষ্টিজনিত রোগে ভুগছে….আর জায়গা করে নিচ্ছে ঘরের আনাচে কানাচে….ডাস্টবিনে।দাঁড়ি,কমা,সেমিকোলন গুলো আমার দিকে তাকিয়ে থাকে হাঁ করে ….. কখন আমি তাদের মাঝের ফাঁকা জায়গাগুলো ভরে তুলব এই আশায় …..কিন্ত আমার শব্দগুলো আর নতুন করে কোনো সাঁকো গড়ে তোলেনা ,এপার ওপার যোগাযোগের জন্য ….  ধীরে ধীরে বুড়িয়ে যাচ্ছি , পুড়িয়ে ফেলছি নিজেকে ….. এখন আমার বাঁধভাঙ্গা কথা …..শব্দ বাণে জর্জরিত করে না কাউকে ….যে আমি মনে করতাম কথাই পারে সব সমস্যার সমাধান করতে আজ সেই আমিই এখন মনে করি বোবার শত্রু নেই ………ভাবি সময় পাল্টে যাচ্ছে না আমি?…..কে জানে!!!!!

 

  

 

 

 

 আমার সাতকাহন/@indrila

আমার সাতকাহন/@indrila

পাঁচালী/নভেম্বর ২৬ , ২০১৩


 

জীবনের দাম কত জানি না …কিন্তু মনের দাম এক কানাকড়িও না…। মন কি …কোথায় থাকে …কেন মন খুশি হয় …কেন সে দুখি হয়, এ প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে বেলা পড়ে যায়…আর কদিন ই বা অপরাহ্নের লালিমা আমাকে রাঙ্গাবে জানি না…। তবু এখনও ঘাসের ওপর গঙ্গা ফড়িং দেখলে আমার মন উড়ে যায় ছোটোবেলার সেই দিনে…যখন হেমন্তের ভোরে শিশিরে সিক্ত ঘাসের ওপর খালি পায়ে হেঁটে বেড়ানোর মজাই ছিল আলাদা…। সারাজীবনে কি পেলাম, কি হারালাম তার হিসেব কষিনি কোনোদিন …শুধু ভালো লাগার মুহুর্তগুলোকে আগলেছি মাত্র…। সেই বয়ে যাওয়া ভালো লাগা ,সেই ক্ষয়ে যাওয়া সুখ আমাকে আজও শান্তির পরশ দেয়…। জীবনে যত ব্যাস্তই থেকেছি সেই খুশির পলটুকুর সাথে জড়িত মানুষজন আজও আমার বড়ো কাছের…। জীবন মুহুর্তের কোলাজ…নাই বা থাকল সম্পুর্ণতা…সম্পৃক্ততা থাকলেই চলবে…যদি মুহুর্তের কোনো ভাললাগাা জীবনে ক্ষণিকের সুখে দেয় ……তাও সেই ভালবাসার ঘড়া যেন থাকে চির উপচিয়মান…কারন সুখ তো ক্ষনিকেরই…। কথায় আছে “সুখ স্বপনে শান্তি শ্মশানে”…..তাই বোধকরি সুখ ছুঁয়ে দেখার অনুভুতি পরে হয় মানুষের … কিন্তু পরিপুর্ণতার সন্ধানে সেই মুহুর্ত সুখ যেন বিকৃত না হয়ে ওঠে,এই চাওয়াটাই চেয়ে এসেছি সারাটা জীবন…। এখন বয়স এসেছে শরীরের মধ্যস্থলে… এখন ছোট ছোট রাগ আভিমান ভুলতে পারি অতি সহজে…চেতনার চৈতন্যে শান দিয়ে খুঁজতে যাই অমৃতসুধা…তাই মিথ্যে আমিত্ব আমাকে আর কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের চাঁদকে প্রতিপক্ষ করে তোলে না…। শুধু বৈকালী মনখারাপের হাতে নিজেকে বড়ো অস্থির লাগে …হয়ত বা একা লাগে……। মনে হয় হারিয়ে যাই …ভুলে যেতে চাই কি আমার অতীত… ? কি আমার বর্তমান…? আর কিই বা আমার ভবিষ্যৎ হতে পারে…!!!!!

  
PAGE TOP
HTML Snippets Powered By : XYZScripts.com
Copy Protected by Chetans WP-Copyprotect.
Skip to toolbar