পাঁচালী/ নভেম্বর ২৬, ২০১৪
______________________________________________________________________
মানুষের গোটা জীবনটাই একটা যাত্রাপথ। এই পথে অনেক কিছুই শিখতে হয় …..আসলে একটি মানুষের জীবনে কে বেণীমাধব আর কে যে রাধামাধব সেটি চিনে নেবার জন্যই বোধহয় এই শিক্ষা । এইভাবেই এক সুদীর্ঘ অনির্দিষ্ট পথ অতিক্রম করতে করতে মানুষের যাত্রা এসে শেষ পর্যন্ত মেশে বৈকুন্ঠধামে। যেখানে সকল জীবাত্মা পাপাত্মা পরমাত্মার সাথে মিলিত হয়…..সব পাপ হরণ করেন যে পরমাত্মা , তিনিই তো হরি!!!! সকল জীবের পরম পিতা! সৃষ্টিকর্তা। তাই বোধহয় সারাজীবনে মানুষের একটা খোঁজ থাকে নিজেকে জানার , নিজেকে চেনার….এবং সেই উৎসের অনুসন্ধান হেতু মানুষের মধ্যে এক অজানা আকর্ষণ অনুভূত হয়….এও এক বিজ্ঞান । যেন কৃষ্ণগহ্বর থেকে শ’য়ে শ’য়ে পরমানু কনা অবিরাম ধাবিত হচ্ছে আর যে যার যাত্রাপথ অতিক্রম করে একটি সম্পূর্ণ আনবিক তত্ত্ব গঠনের প্রয়াস করে চলেছে….!!! সমগ্র যাত্রাপথে যার কাজ সম্পূর্ণতা পায় , স্থিতিশীল হয় তার মুক্তি ….যার মধ্যে অসম্পূর্ণতা থাকে , অস্হিরতা থেকে যায় তার আবার নতুন যাত্রাপথ ধার্য হয়! আবার সেই ছুটে চলা ….আবার সেই মন আর মাথার কুরুক্ষেত্রের যুদ্ধ। প্রবৃত্তি আর নিবৃত্তির দ্বন্দ্ব । বিজ্ঞানের ভাষায় অনু পরমাণুর সঠিক যোজ্যতায় সাম্যতা গঠনের অভিপ্রায় এবং সর্বশেষে নিস্তরঙ্গ হওয়ার বাসনা !!!!
______________________________________________________________________________________________________________________________