
কেন কিছু কথা@Oindrila
সত্যি কথা বলতে লেখার কোনও দায় নেই, তবু লিখে যাই ।
ঝুলি ভরা আবেগ , গোটা শব্দকোষ ,
দর্শনের অভিধান উজাড় করে দিয়ে
কালি কলম নিয়ে শুধু আঁকিবুকি কাটি খাতায় ।
মাঝে মাঝে কেমন যেন কথা হারিয়ে যায় !
তখন খাতার পাতায় দেখি ,
একরাশ যতিচিহ্ন আমার দিকে অবাক জিজ্ঞাসায় তাকিয়ে !
আমি অপারগ , হাত সরে না !
স্থির দৃষ্টি , শব্দহীন ভাষাহীন …….
যেন নীরবতা নির্মাণের এক প্রবল দায়!