আজ স্বপ্ন আমার পরবাসী
মেঘ জমেছে ঈশান কোণে,
মনপাখিটা উড়ান ভুলে
বন্দী খাঁচার নির্বাসনে…..

চিলেকোঠার লুকোনো খাঁজে
খাম ও চিঠির বসতবাটি
ঘুন ধরেছে মনের ভিতর
বার মহলে পরিপাটি ……

  

 

দৃষ্টি দিয়ে ছুঁয়ে দেখবো কাল
সৃষ্টি এসে জানান দেবে তোকে…
মহেঞ্জোদারোর কৃষ্টি কইবে কথা
ফোঁটা ফোঁটা বৃষ্টি নীল চোখে ॥

বসন্ত আমার বারোমাসব্যাপী মজুত
মধ্য রাতে স্বপ্ন স্বপ্ন মন….
রক্তে আমার উষ্ণতর ওম্,
ছুঁয়ে যাক তোর নিকানো উঠোন ॥

  
ভালোবাসার মহাকাব্য@Oindrila

ভালোবাসার মহাকাব্য@Oindrila

তোমার চোখে এত জোনাকি

আমার সমস্ত আঁধার ধুয়ে যায়

চোখে চোখ রেখে চেয়ে থাকি ,

দেখে যাই আজন্ম নির্বাক স্তব

কানে বাজে দূর আজানের সুর

সয়ে যায় বিষের তীব্র দহন…..

সারা মন জুড়ে থাকে সমর্পণ!!

আর পবিত্র ভালোবাসার মহাকাব্য!

  

 

কেন কিছু কথা@Oindrila

কেন কিছু কথা@Oindrila

সত্যি কথা বলতে লেখার কোনও দায় নেই, তবু লিখে যাই ।

ঝুলি ভরা আবেগ , গোটা শব্দকোষ ,

দর্শনের অভিধান উজাড় করে দিয়ে

কালি কলম নিয়ে শুধু আঁকিবুকি কাটি খাতায় । 

মাঝে মাঝে  কেমন যেন কথা হারিয়ে যায় !

তখন খাতার পাতায় দেখি ,

একরাশ যতিচিহ্ন আমার দিকে অবাক জিজ্ঞাসায় তাকিয়ে !

আমি অপারগ , হাত সরে না !

স্থির দৃষ্টি , শব্দহীন ভাষাহীন ……. 

যেন নীরবতা নির্মাণের এক প্রবল দায়!

 

 

  
PAGE TOP
HTML Snippets Powered By : XYZScripts.com
Copy Protected by Chetans WP-Copyprotect.
Skip to toolbar