প্রকাশিত হতে চলেছে ‘মনমাঝি’

‘ঐ মুখ’ ( oimookh.com ) নামের আড়ালে আমি লেখালিখির সাথে যুক্ত প্রায় পনেরো বছর। কিন্তু তা যে কোনদিন বই আকারে দুমলাটের মাঝে বেরোবে এ স্বপ্ন আমি জেগে কেন, ঘুমিয়েও দেখিনি। প্রতিটি লেখা তো লেখকের কাছে সন্তানতুল্য, তাই তাদের সঠিক পরিচয়দানের আবশ্যিকতা নিশ্চয় আছে , –এই বিষয়ে সর্বপ্রথম যিনি আমাকে ভাবিয়েছেন তিনি আর কেউ নন , পরম মিত্র The Cafe Table এর অন্যতম কর্ণধার Avishek Aich। তাই তাঁর প্রতি আমার অন্তহীন শ্রদ্ধা রইল । সাথে সাথে অনিঃশেষ কৃতজ্ঞতা জানাই ‘দ্য কাফে টেবিলে’র আরো এক কর্ণধার অরিজিৎ ভদ্র ও প্রচ্ছদ শিল্পী Ekta Bhattacharjee কেও। সবশেষে এইটুকুই বলি আমার অনেক লেখার মধ্যে থেকে যে কাহিনী বিন্যাসটি “মনমাঝি” শিরোনামে প্রকাশিত হতে চলেছে , তার তাগিদ , এক অন্য কাহিনী যার শিরোনাম জীবন।

*****************

Monmajhi/oimookh.com

 মনমাঝি – ঐন্দ্রিলা মুখোপাধ্যায় Monmajhi/oimookh.com

প্রকৃতি আর প্রেম চিরকাল আবিষ্ট করে রাখে আমাদের জীবন, আমাদের যাপন। মনের অন্ত্যমিলে নিরন্তর জারি থাকে সমকালীন এক খোঁজ!

কলকাতার মেয়ে শিমুল এক বসন্তের সকালে পা রেখেছিল অরন্যসুন্দরী ঝাড়গ্রামে রাঙাপিসির বাড়িতে। সেখানকার মোহময়ী প্রকৃতির ছোঁয়ায়, ষোড়শী শিমুলের শরীরে মনে ছড়িয়ে পড়েছিল ফাগুনের আগুন। সত্যি বলতে ঝাড়গ্রাম তাকে প্রেম দিয়েছিল যেমন অকাতরে, তেমনি তার সেই ভালোবাসার নেশায় মাখিয়ে দিয়েছিল একরাশ বিষাদ। একসময় জীবন বাঁক নিয়েছিল নতুন খাতে। সেদিনের সেই কিশোরী শিমুল ধীরে ধীরে হয়ে উঠেছিল বাসন্তীর এক গ্রামীণ স্কুলের শিক্ষিকা। যার অনুভবে শুধুই নেশাতুর সবুজের হাতছানি আর গ্রামের পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করতে চাওয়ার বাসনা। সেই ইচ্ছেটুকুকে সম্বল করে গড়ে তুলেছিল এক সংগঠন। যা ছিল তার জীবনে হাজার বন্ধকের মাঝে মুক্তি। কিন্তু হঠাৎ কোন সে অভিমান তাকে তার এমন সহজিয়া জীবন ছেড়ে নিয়ে যেতে চাইল বিদেশের ঝাঁ চকচকে শহুরে কেতার জীবনে? যে শিমূল জঙ্গল ভালোবাসে, নদী ভালোবাসে,মেঠো সুর ভালোবাসে,সে কেন বাধা পড়তে চাইছে আপোষের জীবনে। সেকি বিদেশের প্রতি আকর্ষণ নাকি স্বেচ্ছা নির্বাসন? ঝাড়গ্রামের পলাশের গৈরিক রঙ -এর মাঝে সে কি খুঁজেছিল, ভালোবাসার আগুন নাকি বৈরাগ্যের ছোঁয়া?? শিমুল, তার ভালোলাগা-অপেক্ষা-স্বপ্ন আর তার আপোষ-অভিমান-লড়াই, মূলত তার ভালোবাসার একাল আর সেকাল, তার জীবন নদীর দুইপাড়ের টানাপোড়েনে তার মন রূপ মাঝি বেছে নেবে কোন সে পথ? যা সমকালীন হয়েও চিরকালীন??

প্রকৃতির বুকে এ এক অন্যধারার প্রেমজ উপাখ্যান

মনমাঝি
ঐন্দ্রিলা মুখোপাধ্যায়

প্রকাশক: দ্য কাফে টেবল
প্রচ্ছদশিল্পী: একতা ভট্টাচার্য

সম্ভাব্য প্রকাশকাল: জানুয়ারি ২০১৯।