ঐমুখের জন্মকথা……
আমি ঐন্দ্রিলা । জন্মসূত্রে , দেহসূত্রে আমি নারী , হয়ত এটাই আমার একমাত্র পরিচয় হওয়া উচিত ছিল , কিন্তু আমার মাঝে এক ভিন্ন অস্তিত্বের খোঁজ নিরন্তর আমাকে অস্থির করে তোলে । আর আমি মনের অতলে হাতড়ে বেড়াই নিজেকেই? মাঝে মাঝেই এমন কিছু প্রশ্নের মুখোমুখি হই, যা আমার জীবনের সমস্ত উত্থানপতনকে ম্লান করে দেয়। আর আমি ভাবতে বসি নিঃসীম ভাবনায়, আমি কে? কি আমার পরিচয়? আমি ছিলাম কোথায় ? এলাম কেন? আর যাবই বা কোথায়??? আমার এই চোখ যে আকাশ দেখে, আলো দেখ, মেঘ দেখে, পাখি দেখে -এই দেখাই কি যথেষ্ট ? তাহলে আমার দেখার সাধ মেটে না কেন ? মন সম্পৃক্ত হয় না কেন ? কারণ কি শুধুই এই যে … বড় সাবধানী আমার চোখ আর মন । যে মনের দুয়ারে আগল টেনে সমাজের আরোপিত অনুশাসন থেকেই আমাকে গড়ে নিতে হয়েছে নিজস্ব ভুবন ……কঠোর শৃঙ্খল থেকে খুঁজে নিতে হয়েছে মুক্তির আশ্বাস ।
……কিন্তু এমনি করেই কেটে গেছে দিন , মাস , বছর……আর আমি ভুলে থাকতে চেয়েছি প্রকৃতির অনাড়ম্বর সৃষ্টিমাধুর্যে । যখন আমার দখিনের জানলার পাশে কুহু ডাকা নিমগাছের ডালে ফিঙে এসে দোল খায়, যখন মেঘেদের কোলে বৃষ্টির খুনসুটী দেখে আকাশ হয়ে ওঠে উথাল পাতাল … তখন আমার মন খুঁজেছে ফুলের সৌরভ , সুরের তরঙ্গ , ভোরের শিশির , দিগন্তের গোধুলি , উন্মুক্ত আকাশ আর বিশ্বাসের দু বর্গফুট নিশ্চিন্ত ঠাঁই । আর ঠিক সেই মুহূর্তেই আমার এই নারীজন্ম রূপান্তরিত হয়েছে এক অমলিন নদীজন্মে। প্রবাহের পথে চলতে চলতে এইভাবেই কেটে গেছে কত কত সময় , গড়াতে গড়াতে বেড়েছে রাত , বেড়েছে বয়স। ঘড়ির কাঁটার টিকটিক শব্দে , স্মৃতির প্রহর কেটে, তুঁষের আগুন জ্বলে উঠেছে ধিকিধিকি… ছিঁড়ে গেছে বন্ধনের মায়া, ভেঙে পড়েছে শাসনের শৃঙ্খল। এমনি এক চৈত্রের দুপুরে কিংবা পৌষের বিকেলে ঠিক মনে নেই, মনের গভীরে কে যেন ডেকে উঠেছিল আমায়…“ ঐন্দ্রিলা , কেমন আছো তুমি!!!তোমাকে তোমার মত করে দেখিনি কতকাল!!! ভালো আছো তো তুমি ?”
ভাব গম্ভীর সেই ডাকে চমকে উঠেছিল আমার নিথর শরীর, অগোছালো মনের উঠোন! আমি ভাবতে বসেছিলাম …সত্যিই তো এই যদি থাকা হয় তবে আছি। হ্যাঁ বেঁচেই আছি…… কিন্তু ভালো আছি কিনা ভেবে দেখিনি অনেকদিন , কারণ ভালো থাকা আর না থাকার মাঝে থাকে কিছু সময়ের ব্যবধান মাত্র …সেই ব্যবধানই যে আমাকে ভাবায়, কখনও কাঁদায়, কখনও হাসায়…আর বলে এরই নাম জীবন… মহাজীবন …মহাসত্য। আর এই মহাসত্যের মধুুভান্ড জুড়ে আছে শুধুই এক অপেক্ষা। যে অপেক্ষা দীর্ঘায়িত হলে মনে বিরহ আসে, বিরহে বিষাদ আসে, বিষাদ অবসাদ আনে , আর সেই অবসাদেই জন্ম নেয় বৈরাগ্য। তাই বিরহের এক নাম যদি মীরা হয়, বৈরাগ্যের অপর নাম রাধা। আর এই বৈরাগ্যের সঙ্গে খাপ খাওয়াতে খাওয়াতে মনের কোনায় থৈথৈ উপচীয়মান আবেগকে সংযত করে এবার আমি পাড়ি দিয়েছি এক অন্তহীন পথে। আর এই নাম না জানা পথে বয়ে চলার নামও তো জীবন। যে বহমান জীবনের ফাঁকে ফাঁকে রয়ে যাবে রাধা বা মীরার মতো এক অপার খোঁজ , যাকে হাত বাড়িয়ে নাই বা ছুঁতে পারি , মন বাড়িয়ে তো ছোঁয়াই যায়।
……..হ্যাঁ আমিই সেই ঐন্দ্রিলা যে একসময় ভাবত, চাইলে সে নিজের খেয়ালে কিই না হতে পারে …সে চাইলে আকাশ হতে পারে …কিংবা নদী, কিংবা পাখি…বিরহের অজুহাতে মেঘ হয়ে বৃষ্টি ঝরাতে পারে যেমন, তেমন খুশীর জোয়ারে হতে পারে সোনা রোদ্দুর ।কিন্তু আজ আমার ‘সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম/ দেখা দিল রূপ , জেগে উঠল রস’…..সৃষ্টি স্থিতি লয় সমস্ত কিছু তোলপাড় হয়ে, নবজন্ম হল আমার আমি’র ! এ আমি এক নতুন আমি। যে পৃথিবীর রঙ্গমঞ্চে এমন এক কুশীলব যার সকল নারীসত্ত্বার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে জেগে উঠল কিছু মুখ আর মুখোশ !!!
আজ আমার কোনও নারীজন্ম নেই …নেই কোনও নদীজন্মও…জন্মজন্মান্তরে যা রয়ে গেছে তা একমাত্র মানবজন্ম …যা কেবল মানুষের মনের ঘাত প্রতিঘাতকে তুলে ধরতে চায়নি , চায়নি পশুর পাশবিকতা আর মানুষের মানবিকতার মাঝে ফারাক করতে… শুধু দিতে চেয়েছে , মুখ আর মুখোশের দ্বন্দ্বে নির্বাসিত মানুষকে এক আজন্ম মুক্তির সন্ধান। যে অমৃত কুম্ভের সন্ধান পেলে জীবনের সব অনুভুতিগুলোতেই নিজেকে রাখা যায় স্থির, দুখেষু অনুদবিঘ্নমনা , সুখেসু বিগতস্পৃহা । তখন সব কিছুই বড় চেনা চেনা লাগে। চেনা দুঃখ, চেনা সুখ ,চেনা চেনা হাসি মুখ…” আর সেই মুখের সম্ভারই হল ” ঐমুখ।”
____________________________________________________________________________________________________________________________
@indrila ….. Suvechcha Roilo.
thanks…pashe theko , ar valo theko
Sotti vison valo laglo apnar lekha, aebhabe likhte thakun adhir agrohe opekhhay roilam notun kichhu Jamar jonno.
Apnar valo laga amaro valo laga, oshesh dhonyobad…eivabei songe thakun
Egiye jan. Chokh shudhu samner dike . . . . .
dhonyobad….kemon dekhlen…cmnt korte email dite holo tai na
Sristi Tomar chokher patai
Sristi Tomar mone
Tomar hater pelei “Sristi”
Sobar jagne mine
ashesh dhonyobad…valo laglo pashe peye
6 bochhor por doyito Anish ke dekhe kurhir mone je jhor uthhechhe ta khub sundor vabe tui futiye tulechhis bon…khub valo laglo ei porbota….apekhay thaklam …..
thanks a lot santa di…amar website visit kore cment korar jonyo…golper next porbo te dekho ki hoi!
Khoob Valo likhco
Thanks dada…
Yes Ofcourse you get to regenaret your self.You rpasion gave u a birth of a new idia,you should win the race.
“Tor sokoli sukh hmridoye tobo dite jeno mon chai,hetai rochibi tui notun diner digontoe, Mora sokole gahibo tor joyogan” Kapil Bnerjee(Dada).
Thank u so much dada. vison valo laglo apnar emon prnkara montobye ami vison apluto holam….emon bhabei songe thakun agami dineo.
Onek onek valo laglo.
osonkhyo dhonyobad janai…valo thakben
e jeno santo boter chaya…………. klantir dupure ek jholok thanda batas…………chhoto mukhobondhe osesh ek disha…….baro valo baddo beshi valo laga chhoriye gelo mone….
ashesh dhonyobad apnake Dipak da….e jeno amar kacheo megh na chaite jol
Jibon take jatoi jante chai
se jano tatoi dure sore jai!
Tomake amar onek subecha roilo***
apanakeo onek dhonyobad.
thank u so much dada…..shikol bhangar icchetai boro kotha…tai na?
apnar shuveccha duhat bhore nilam….onek dhonyobad
khub sundar hoychhe. Oe mukh akdin mukh tule takak. Wish you all the best….. carry on!
BEAUTIFUL WRITTEN.
Thank u so much….
অপূর্ব সুন্দর কবিতা। নারী সত্ত্বার ক্রন্দনে ভারাক্রান্ত। নারী কি কোনদিন পাবেনা পূর্ণতার প্রাপ্তি? আমি চাই ‘ অর্ধেক নয় পূর্ণ আকাশ ‘। যেখানে নারী পাবে পূর্ণতার সত্য উপলব্ধি আর মুক্তির অবকাশ।
নারীর সম্মুখে জমে থাকা কৃত্রিম প্রতিবন্ধকতা কাটিয়ে এই যে আপনার মনুষ্যত্বে উত্তরণ ঘটার কাহিনি, বড় ভালো লাগলো ।
dhoyobad onek onek bhalo laga
Apnar kabitagulo dekhlam khub practical valo laglo. Ankta jibonto. Tar satha apnar profession tao deklam ato critical professioner modhayo ja amon kabita baria ase satai ascharjo. Apnar book publish korta parle ami kritaga.
Onek onek valo laga o dhonyobad …
Apnar kichu kabita porlam khub valo laglo. Apnar chinta dhara Anek sundar.
Sotti bolte kothai ache architecture is the mother of all arts, so… kajer protiti dharay ami nijeke socchol rakhar chesta korechi, tobe kototuku korte parlam hoyto somoi bolbe, jodi apnader moto prishthoposhok manus pai, tobe amar lekhao sarthok bole janbo…. osonkhyo dhonyobad
I can feel your presence , I can feel your every essence of your breath.
I can see from your eyes..life is a journey of experience & it’s come from enless walking through every shade of our life…
You birth yourself as Oimookh… and you r a mother of yourself…
You ultimately come out from the barrier of body , gender ,born and death and see the ultimate light of SOUL.
With hope to find one day my answers… so move on my journey toward Searching of peace , searching of happinesses , searching of Truth, searching myself ….the journey still goes on , just hold and spend sometime when found somebody as same Traveller who has same eyes and essence of life.. then try to learn & kept something precious.
you captivate my soul..so I allow u to make me vornen..and enrich me as u can…
Really I am touched by your words. I am so honoured…. Actually I think this is one of my achievement also to touch your holy soul.Still Your words are very inspiring , though it’s Your generosity otherwise what I am…
Thank u so much…
Darun lekho toh.. sottyi pore khub valo laglo
Darun lekha… pore khub valo laglo..
Splendid – usage of very rarest Bengali words. It is my privilege to associate with a friend like you. I shall always be with you. Carry-on my friend with your fabulous power of writing. I remain.
অনেক অনেক ভালোলাগা,ধন্যবাদ.
Khub sundor laglo apnar lekha pore.,,shobdo r prokash khub e sundor…mugdho kore lekhar chondo…vlo thkben,,,onk.shuveccha
আপনাদের ভালো লাগা সত্যি বলতে আমারও ভালো লাগা। অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।