পর্ব – ২
___________________________________________________________________________________________________________________
-হ্যালো
-বল
-কখন আসছিস?
-কোথায়?
-রাংতা, আর নিতে পারছিনা।
-বুঝলাম না।
-ভুলে গেছিস ,আজ যে ভালোবাসা উদযাপনের দিন?
-কেন তুই তো বললি, সচেতনাতা বাড়াতেই নাকি এই বিশেষ দিনগুলোর বিজ্ঞাপন হয়!
-হুম তাই তো।আর আমি তো বেশ বুঝছি, ভালোবাসা বাসি ব্যাপারটায় তুই একদম সচেতন নস।
-নই বুঝি?তা কি করতে হবে শুনি? ভালোবাসা জাহির করতে হবে?
-না …তা কেন? ভালোবাসা ভালোবাসে ভালোবাসাকে। -প্লিজ আয় না ঝিলের ধারে? আজ একটু পড়তে ইচ্ছা করছে?
-পড়তে? কি ? কবিতা ?
-না তোকে?
-আমি কি কবিতা ?
-হ্যাঁ তো , যত পড়ি ডুবতে থাকি, সব্বনাশী।
-মহুল!!! আজকে তোকে ঝিলের জলে ডুবিয়েই ছাড়ব! দাঁড়া !
-আরে বোকা মেয়ে …ডোবাতে গেলে, আসতে হবে তো রাংতা…মুঠোফোনে কি সব হয় ??
-ডুবেই যদি যাস ‘তাহলে আমি নদী।
-বেশ, আমি তবে নৌকা হব… তোর জলে ভাসব।
-না , তুই নদীর পাড়…আছড়ে পড়া নদীর জল সামলাবি।
-যদি না পারি?
-তাহলে তুই আকাশ হয়ে থাক…দিগন্তরেখায় মিলবো তোর সাথে।
-না না ,আমি তবে আকাশের মেঘ হব আর দুচোখ ভরে দেখবো তোর বয়ে চলা।
-মেঘ?….বর্ষার ?
-হ্যাঁ …ভরা শাওনে আকাশের কোল খালি করে তোর বুকে ঝরে পড়ব।
-তুই আমায় এতটা বুঝিস মহুল?
-হুম বুঝি তো, তাহলে বাসবি তো ভালো ,রাংতা? আসবি তো আজ বা কাল কিংবা রোজ রোজ?
-আমি অকবি মহুল…অত কবিতা বুঝিনা। ভাবছি যদি না পারি যেতে আজ বা কাল কিংবা আর কোনোদিনই…।