…স্বাধীনতা মানে যতটা নিজে স্বাধীন থাকা তার চেয়েও বেশি বোধহয় অন্যের শৃঙ্খল মোচন করা …সেই অর্থে দেখতে গেলে স্বাধীনতা মানে নিজের সাথে সাথে অন্যের পরাধীনতা মোচন …এটা একটা প্রক্রিয়াকরণ…আমাদের মনে ও বাইরে বেড়ে ওঠে দুটি ভিন্ন জগত….একটি খাঁচার ভেতরর আমি , অন্যটি খাঁচার বাইরের আমি…খাঁচার ভেতরে যে আমি তার সামনে দুটি পথ …কারণ খাঁচার দ্বার তো খোলা… তুমি চাইলে উড়তে পারো কিংবা নয় কিন্তু আমাদের ওড়বার শিক্ষা নেই…সাধ আছে ভরপুর কিন্তু সাধ্যের ভাঁড়ারে রত্ন কই? অশিক্ষা, কুশিক্ষার কুঠুরিতে আলোর অভাবে যে গুমোট তৈরি হয় তাকে সরিয়ে আলোর উৎসমুখ বয়ে আনতে একালের তাবড় তাবড় মানুষরা শুধু স্বাধীনতার বুলিই কপচিয়ে জান …। কিন্তু মনের স্বাধীনতা তাতে ধরা দেয় কি…???? স্বাধীনতা মানে তো স্বেচ্ছাচারিতা নয়…। স্বাধীনতা মানে পাশ্চাত্যের আলোয় ভাষা শিক্ষাও নয়…এমনকি মনের কষ্ঠিপাথরে নিজেদের না পাওয়ার ব্যথাগুলো থেকে জ্বলে ওঠা বিদ্বেষও নয়…। মুলত স্বাধীনতা একটি সত্যের ধাঁধা । …স্পর্ধার বিকল্প স্রোত …ইচ্ছার মুক্ত ফল…। এ এক অবাক নদীর জল…যে বহমান জলধারা কেবল বয়ে চলে আর কানের পাশে রবি ঠকুরের সুর তুলে … ‘বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় / অসংখ্য বন্ধনমাঝে মহানন্দময় , লভিব মুক্তির স্বাদ।’

______________________________________________________________________________________

© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh