This entry is part 3 of 6 in the series শূন্য থেকে শুরু

পর্ব – ৩।

…… অনেকদিন পর আজ আয়ান মামার বাড়িতে  শুয়েছে…  আজ কেন জানি না তার কিছুতেই ঘুম আসছে  না…মনে মনে ভাবছিল মাকে কতটা হার্ড ফেস করতে হয়েছে জীবনে…বাবার অভাবটা মা যতটা পেরেছে  মেটানোর চেষ্টা করে এসেছে এই ক’বছরে…কিন্তু মায়ের জীবনে বাবার অভাব তো থেকেই গেছে? তারওপর দিনে দিনে মায়ের সাথে সেও কেমন যেন একটা দুরত্ব তৈরি করে ফেলেছে?  কৈ আর তো সে আগের মত মায়ের গলা জড়িয়ে শুতে পারেনা…মায়ের সাথে সেভাবে গল্পও খুঁজে পায় না…সব সময় মায়ের ঐ নীতিকথাগুলোও তার আজকাল ভালো লাগে না । এক একসময় তো অসহ্য লাগে… তাই তো না বুঝেই সে মায়ের সাথে তর্ক করে , মাকে হয়ত আঘাত করে  । কিন্তু আয়ান জানে সেদিন মাঠ থেকে ঘুরে এসে মাকে খাটে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে সে কি ভয়টাই না পেয়েছিল!!!…ফোন করে জানিয়েছিল মামাকে আর ডঃ আঙ্কেলকে … মানে পরেশ গুপ্তকে…ওনার বাড়িও সন্তোষপুরেই । মায়ের সাথে আগে গেছিল বেশ কয়েকবার ওনার বাড়ি।… বাবার মারা যাওয়াটা আয়ান দেখেনি …তখন সে স্কুলে ছিল…  তার আজও মনে পড়ে সেদিন পরীক্ষা চলছিল তার … প্রিন্সিপাল স্যার তাকে ক্লাসরুম থেকে ডেকে নিয়ে এসেছিলেন , তারপর তার হাত ধরে বলেছিলেন…

-আয়ান, আগার তুমারা কই দোস্ত আকেলা হো জায়ে তো তুমহে কেয়া করনা চাহিয়ে?

-উস্কে সাথ দেনা চাহিয়ে স্যার।

-আচ্ছা বাচ্চা  , তব যাও তুমারে মাম্মিকে পাস।

-কিঁউ?

-কিঁউ কি আজ উও আকেলি হ্যায়  …উনকো তুমারা জরুরত হ্যায়…উনেভি তুমারা সাথ চাহিয়ে…তুম দোঙ্গে  না বেটা?

-হাঁ…লেকিন?

-চলো…এক আঙ্কেল আয়া হ্যায় তুমহে লেনে…উনকে সাথ চলে যাও।

……আয়ানের মনে পরে কৈলাস আঙ্কেল নিতে গেছিল তাকে …। গোটা রাস্তা অজানা একটা ভয় তাকে ঘিরে ধরেছিল …। মা একলা কেন? বাবা মুম্বাই গেছে বলে?…কিন্তু বাড়ি এসে সবার কথা, অত মানুষের ভিড় আর মাকে কান্নাকাটি করতে দেখে সে মায়ের কাছে পর্যন্ত যায় নি…পাশের বাড়ির কিট্টি আন্টি তাকে ভাত খাইয়ে দিয়েছিল।  বিকেলের দিকে কে যেন গাড়ি করে তাকে সেই জায়গাটায় নিয়ে গেছিল …যেখানে যেতে চাইলেই মা আগে বকতো…নদীর ধারে শ্মশান ঘাট…উফফফ…আজও মনে পড়লে তার মাথাটা ঝিমঝিম করে ।  

           … না না আর নয় …এবার থেকে মায়ের খেয়াল তো তাকেই রাখতে হবে। মনে মনে আরও ভাবলো সে , না এবার থেকে সে আর মায়ের কথার অবাধ্য হবে না…যা বলবে তাই করবে…যা চায় তাই করবে। মা চায় ইঞ্জিনিয়ারিং পড়াতে, তাই পড়বে সে…। ভালো করে প্রিপারেশন নেবে জয়েন্টের…মা হয়ত আয়ানের মধ্যে দিয়েই তার বাবাকে খুঁজে পেতে চায়, তার জন্য মা তো অনেক কষ্ট করেছে…কিন্তু সে কিই বা করতে পেরেছে মায়ের জন্য??  আঁতিপাঁতি করে ভাবতে থাকে আয়ান, ‘মা আর কি চায়…হ্যাঁ হ্যাঁ মা চায় ঘরটা যেন আমি পরিস্কার রাখি …জায়গার জিনিস জায়গায় রাখি’ …নো প্রবলেম তাই করব…..এবার থেকে সব গুছিয়ে রাখব। ভাবতে ভাবতে মনে হল ‘আচ্ছা মা কি চাইত জুবিন আঙ্কেল তাদের বাড়ি আসুক???’ একবার দেখবে নাকি আঙ্কেলকে ফোন করে, …ভাবা মাত্রই জুবিন আঙ্কেলের পুরোনো নম্বরটায় ফোন করল আয়ান… ‘নাহ চেঞ্জ হয়ে গেছে’… মনে মনে আয়ান বলল ‘দেখি কাল সকালে একবার অফিসে ফোন করে দেখব ।’ 

………………………………………………………………………………………………………………..ক্রমশ

 

Series Navigation<< শূন্য থেকে শুরু/২শূন্য থেকে শুরু/৪ >>
© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh