কি ভেবেছিলে বলতো…..
নিষিদ্ধ মগজাস্ত্রে ঘায়েল করবে জনকন্ঠ?
তৃতীয় ব্যক্তি বলে সরিয়ে রাখবে আমাদের?
তবে বলি শোনো,
গোটা জীবনভর আমদের ছাত্রদশা!
তাই শহরের বুকে আজন্ম বইবে
স্পর্ধার বিকল্প স্রোত…..
প্রতিবাদী সশব্দ জনজোয়ার!
জেনে রাখো শব্দ পরম ব্রহ্ম
আবার শব্দ পরম অস্ত্রও
তাই ফের যদি বলো সশস্ত্র মিছিল
আপত্তি করব না সত্যি ,
শুধু কলরব বদলাবে ব্রহ্মাস্ত্রে
গর্জাবে রণহুংকার আবারও ….
আবারও মিলবে নবি থেকে কবি!
ভিসুভিয়াস জাগবে দেখো চেয়ে
শহর এবার যাবে তপ্ত লাভায় ছেয়ে॥

__________oimookh/@indrila

© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh