বিপ্ বিপ্ …বিপ্ বিপ্
মেটালিক হৃদযন্ত্রের শব্দ
এক প্রগাঢ় নিস্তব্ধতায়
বয়ে চলেছে শুধু সময়
তোকে চোখে দেখিনি কখনও
মনে ছুঁয়েছি বহুবার……
এখন মাঝের দূরত্ব কয়েক যোজন
“যোজনগন্ধা” তোর কথা বলা বারণ
তোর ক্লান্ত শরীরে নির্বাক ঠোঁটে
রক্তাক্ত জৈবিক ইঙ্গিত……
তোর চোখের নিথর চাউনি
জোগায় ঘরে ফেরার আশ্বাস
চোখের কোণে জলের ফোঁটা
জানিয়ে যায় যুদ্ধের শেষ দামামা
রক্ত জমে জমে ক্রিস্টালাইন
তবু আসবে কথা রাখার পালা
হৃদযন্ত্রের উঁচু নীচু রেখা
সোচ্চারে বলে …তুই আছিস
তোর অস্ফুেট বলতে চাওয়া কথা
বলে ওঠে….তুই থাকবি অনেককাল
তোর আঙুলের নড়াচড়া
জানায় তোর অমোঘ বাঁচার সাধ
আংশিক স্মৃতি ভ্রমের প্রহর গোণে
তোর কানের কাছে গানের কলি
“সেই ভালো সেই ভালো” !!!

© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh