অহংকারী চাঁদকে ,
একবার ছুঁয়ে দেখবে বলে,
নির্বোধ গ্রহ তার নিজের কক্ষ ছেড়ে,
পা বাড়িয়েছিল চাঁদের পথে !
মহাবিশ্বে হল এক ভীষণ তোলপাড়!
সবাই বলল ‘পৃথিবী যাবে রসাতলে’…
রাজদ্রোহে নির্বাসিত হল
সেই বামন গ্রহ।
আজও চাঁদ ওঠে আকাশে …
আর সেই গ্রহ ছুটে চলে তার আপন পথে!
আকাশে রাখে না চোখ!
ভয় পায়।
চোখ নামায়।
নীচে।
___________________________________________oimookh/@indrila