আমার কোনো দোষ নেই
তবু তোমার বুকের মাঝে
একটা অশান্ত কম্পন
জানিয়ে যায় ,
আমি এখনো শেষ হই নি
তোমার হাতের টিপ টিপ নাড়ী স্পন্দন বলে
তুমিও বেঁচে আছো ।
আমার ছবি যদিও ঝাপসা হয়ে গেছে …
তবু জলছবির মত ডলে যাও
মনের সাদা পাতায়…
পাছে ছবিটা উঠে যায়!
কিন্তু আমাকে যে আর কোনো খাতাই
ধরে রাখতে পারবে না এখন থেকে,
সে তুমি আমার নাম না লিখলেও…
শোনো ,আজ থেকে সবাইকে বলো
আমার ঠিকানার পরিবর্তন হল ।
এখন থেকে ,আমি থাকছি
তোমার মনের স্যাঁতস্যাঁতে গোপন কোটোরে
আর উত্তাপ নিচ্ছি ,
তোমার গোলাপী লাল কোলজেটার কাছ থেকে।
__________________________________________________July 9, 2013 at 9:22am