তুমি ভোরবেলার সূর্য ওঠা দেখতে দেখতে
সারাদিনের কাজগুলো সাজিয়ে নাও।
সকালের প্রথম খোলা কাগজের ভাঁজে
সুগন্ধ নিতে নিতে….
সেনসেক্সের পাতায় রাখো চোখ!

আজও আমি ঠিক ভেবে পেলাম না
কতটা হিসেব কষলে তবে
ছন্দ আসে সংসারে ।
কতটা ঘরণী হলে সবাই
সুখের জন্যে সব পারে!!!

শোবার ঘরে জানলার কাঁচে চোখ রেখে
নিগ্রো আকাশটাকে দেখে
যখন ভাবি ‘একবার ভিজলে হত!’
ঠিক তখনই তুমি মুঠোফোনে ঝড় তুলে
স্টাডির জানলা বন্ধ করতে বলো ,
শাসনের সুরে ভিজতে বারণ করো ।
পাশের ঘর থেকে একরত্তি মেয়ে
মনে করিয়ে দেয় ‘বারান্দায় মেলা ভিজে জামা’।

ঘরের জানলা বন্ধ করে,
মেয়ের জামা তুলে রেখে,
আমি নির্লজ্জ নারী
পায়ে পায়ে আসি ছাদে….
খামখেয়ালী বৌ আর মায়ের তকমা এঁটে
এক আকাশ বৃষ্টি ভিজতে ভিজতে
মনে মনে হাসি আর ভাবি,
‘সবাই ঠিক বুঝে নিয়েছে
আমি কেমন আনাড়ী সংসারী !
আসলে ভালোবাসাটা একটা অভ্যেসমাত্র !!!’

______________________________________________oimookh.com

© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh