একলা আকাশ, মেঘলা মন , বৃষ্টি বৃষ্টি সার 

সৃষ্টি রিপুর অবাধ্যতায় , দৃষ্টিই হাতিয়ার

ভালোবাসার চারাগাছ যেন পুরোনো বনসাই  ,

নিথর দেহের চুল্লীটাতে আজ পোড়া প্রেমের ছাই ।

মনের শিরা ধমনীতে কেবল নিভু নিভু আঁচ …   

কল্প রাতের গল্পকথায় ভাঙছে আতস কাঁচ !

মনের টানে ঋতু খোঁজে উন্মোচনের জল

হাড়পাঁজরার ঋদ্ধ গুহায় বোধিবৃক্ষের ফল ?

অপেক্ষায় আজও সময়, সুখের উদযাপন

বিনোদনে প্রকাশ পায় প্রেমের বিজ্ঞাপন !

যোজনগন্ধা জরীপ করে রসিকতার শ্লেষ …

পদাবলীর প্রহশনে ভাবনা  নির্নিমেষ ।

__________________________________August 23, 2013 at 2:10pm

© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh