অপেক্ষা প্রশমিত হলেও প্রেম থাকে গোঁসাই,
শুধু মিলনের আর্তিটা থাকে না….
মিলন মানেই যে বিরহ….
হারায়ে খুঁজি !!!!
সেই খোঁজটাকে দমন করতে পারলেই তো ভালোবাসা ঐশ্বরিক হয়…..
তখন যে আর হারানোর ভয় থাকে না গো….
মনের মাঝে তখন তোমার নিত্য আনাগোনা,
নাইবা রইল প্রতীক্ষা 
নাইবা এল ছুঁতে চাওয়ার বাসনা!!!!
প্রশান্তি প্রশান্তি শুধু….
নেই ভালোবাসাময় নদী
নেই আজন্মের মুক্তিভিক্ষা
সেই ভালোবাসাই যে উপাসনা গোঁসাই,
সেই ভালোবাসাই যে পথ বাতলে বলতে পারে,
‘এত ভালোবাসি এত যারে চাই
মনে হয় না তো সে যে কাছে নাই’…..

__________________________________ঐমুখ/কিছু সংলাপ কিছু প্রলাপ/৯

© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh