একটা বারও ভাববো না আর এলোমেলো।
সারাদিনে মিথ্যে অনেক ভাবনা আসে
ঘড়ির কাঁটা ,টুকরো ভুল,
ছেলেবেলার ভাঙা পুতুল !
ভাবনাগুলো ভাবতে ভাবতে
হারিয়ে গেছে অনেক সময়
হারিয়ে গেছে ছুটির দুপুর ….
লুকোনো আদর আর খুনসুটী।
এখন শুধুই শূন্যহাত….
হাত পাতলে এখন শুধুই কাটাকুটি!
ভেবে ভেবে শরীর জুড়ে ক্লান্তি আসে
মনের মধ্যে বিষের বাঁশি
ভালো লাগে না পোষাকি কথা
ভালো লাগে না চোখের কাজল
মিথ্যে হাসি আর সাজানো জেহাদ।
তাই একটা বারও ভাবতে চাই না এলোমেলো।
ভাবনাগুলো সরিয়ে রাখবো, এড়িয়ে চলবো
বাতিল করবো মন থেকে।
তবু কি আর ভুলতে পারবো?
মনের কোণে ফেলে রাখবো, গুছিয়ে তুলবো
ভাঙা চোরা পুতুল করে !
_________________________________________oimookh.com