যদি বলি ,
তোর ঠোঁটে প্রথম আঙুল ছুঁইয়েই
আমি শপথ নিয়েছিলাম…
কোনও দিন খুঁজব না সমুদ্রের কিনারা….
কোনও দিন পেরোবো না কালগন্ডী।
তাই নিঃসীম অনন্ত মাঝে
শুধু মিলিয়ে দিলাম তোকে!!!
যদি বলিস ,’কেন’?
বলব তবে,’এ আমার অহংকার !!!
আভিজাত্য হেমলক বিষের মত,
যেন এক দীর্ঘ নীরব নীল নির্বাসন।’