শুধু বৃষ্টি ভিজবো বলে…
আমি গিয়েছিলাম চলে…
তোমায় বাড়িয়ে দিলাম হাত
আমি ভাবিনি পাঁচ সাত!
বললে,”দেখবে জারুল গাছে…
বনের পাখি কেমন নাচে!
তারা মনের সুখে গায়,
চাইলে আকাশপানে ধায়।”
সেথায় কালো মেঘের ফাঁকে ,
নিটোল চাঁদটা আমায় ডাকে।
আমি হারিয়ে যাই পাছে,
তুমি টেনেই নিলে কাছে
তারপর চুপটি করে থেকে…
আমার মুখটি দিলে ঢেকে।
অমনি , ভেঙেই গেল ঘোর …
তখনও রাত হয়নি ভোর
কোথায় ?সেই তুমি আমি?
সবই জানেন অন্তরযামী ।
এই কি,নিজের সাথে দেখা?
আমি ভেবেই মরি একা!
সেই বৃষ্টি বৃষ্টি রাতে…
আমি উঠে এলাম ছাতে
কেমন আটকে গেছি ফাঁদে
মনপাখিটা ছটফটিয়ে কাঁদে
কিছু করার তো আর নেই
যখন স্বপ্ন হারায় খেই….
হাতভরে তাই বৃষ্টিফোঁটা মাখি
এমনিকরেই কাটে রাতটা বাকি।
______________________________________________May 10, 2014
© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh