যায় যদি দিন যাক…
তবু কিছু কষ্ট থাক…
বেঁচে থাক কিছু অপূর্ণতা
যা দিয়ে ছোঁব বিষাদের মাঝে হরষ
বিরহের মাঝে প্রেম….
আকন্ঠ ভোগের মাঝে ত্যাগ
কবিতা লিখব লিখব ভাবনাটার মাঝে
আছে একটা উচ্ছ্বাস
ভালবাসার মাঝে আছে এক
লুকোনো পরিণাম
প্রাপ্তি আর অপ্রাপ্তি দুয়ের
মাঝে ফারাক শুধু সময়ের
নইলে হারানোই তো মূলমন্ত্র
না পেলে গন্তব্যে আগে পৌঁছাবে
আর পেলে গোল গোল ঘুরে পৌঁছাবে….
নিঃস্ব হওয়ার খেলায় তুমি
জীবন পণ করেই আছো…
নাম তো জন্মাবধি নথিভুক্ত.…
দোটানা
Last updated : July 23, 2014