সময় সময় ভাবি,
আর নয়, অনেক হয়েছে
এবার চোখ বুজে থাকব সারাজীবন।
চেয়ে দেখব না কি ঘটছে
বন্ধ চোখের ওইপারে….
তবু নিরক্ষর হাওয়া দেয় ডাক
চৌকিদারী সুরে সময় পারে হাঁক
কানে কানে বলে ,’জাগতে রহ’!!!!
রাতভর ঘুম আসে না চোখে
খোলা চোখে জাগে সময়
আর জাগি আমি …
অন্ধকারে ,ভয়ে ভয়ে ,একা
নিজের সাথে হয় দেখা ॥
__________oimookh/@indrila
Trackback 1