তোমার নাম কি ? তোমার বাড়ি কোথায় ?
কোনো উত্তর নেই… জানো না বুঝি ?
আচ্ছা বেশ তবে আমি বলি, নাই বা থাকলো নাম
ভেবে নিলাম ধাম অচীনপুর , জেলা স্বপ্ন
কিন্তু আশা তো একবুক, ভালবাসা নদীময়
এই কি যথেষ্ট নয় তোমাকে চেনার জন্য?
কি চেয়েছ আমার কাছে?
নির্ভরতা নয়, নিরাপত্তা নয় ,
শুধু এক চিমটে ভালোবাসা
যা নাকি নুনের মত দু-আঙুলের খাঁজেই থাকে ।
ভয় নয় , ভাবনা্ নয়
শুধু এক গভীর দীর্ঘশ্বাস
যা নাকি নীরবতার মত তোমার ঠোঁটের ফাঁকেই থাকে ।
দিতে পেরেছি কি না সে সময় বলবে।
কিন্তু আভিমান আভিযোগ আভিশাপ সব ভুলে
তুমি দিতে পারো কি আমায় এক নদী বিষাদ ?
যা কেবল একাকিত্বের মত মনের মাঝেই থাকে।
_____________________________________________________________
© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh