উল্টে দেখি কিন্তু পাল্টায় না সময়…
কখনও কখনও জীবন এত কঠিন,
এত দুর্বিষহ….
এত অগোছালো 
যেন মাতালের প্রলাপের মতো !
শান্তির সাড়ে তিন হাত জমিও
তখন নাগালের অনেকটা বাইরে!!!!
আরব্ধ আর প্রারব্ধের মাঝে সংঘাত প্রতিনিয়ত
জীবনের ময়না তদন্তে 
হাঁফিয়ে উঠেছে সময়….
তবু দেখতে চাই, স্পর্ধার হাতছানি
কতদূর আর কতদূর ???

© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh