তোর নামের আড়ালে এখনো
কিছু উষ্ণতা রয়ে গেছে বাকি
যা এখনো আমাকে কিছুটা ভাবনা ভাবায়….
হয়তো বা পোড়ায়….
যেদিন শীতঘুমে যাবে
বিষধর প্রেম…..
বিরূপাক্ষের সাধনায়
পাবে আজন্ম মুক্তি ….
সেদিন কি আর এসে যাবে
শুধু অতলে হারাবে কিছু
তুচ্ছ অভিমান
খোয়া যাবে নেহাতই
এক মুঠো কথা….
নেহাত ই এক চিমটে
ভালোবাসা …..