জীবনটা কি এতই জটিল
কিছুই খুঁজে পাচ্ছো না ?
বয়সটা তো এমনি বাড়ে
জেনেও কেন মানছো না!
আমার আকাশ,তোমার ঘর
টানলে কি আর হবে বড়ো!
মনের মাপটা বাড়াতে হবে
না পারলে সবুর করো…
দিনকে দিন হচ্ছো যেন
কেমন একটা কুয়োর ব্যাং!
মেজাজখানা চরেই থাকে
যতই খাও মুরগী ঠ্যাং।
কাব্যি টাব্যি গল্প কথা
ভাবনাগুলো আসে না যার,
মনের কথা মনেই থাক
‘খুঁচিয়ে ঘা’ করো না আর।
যতই করো এধার ওধার
ফষ্টিনষ্টি, নতুন গেম…
পুরোনো চাল ভাতে বাড়ে
আর বাড়ে পুরোনো প্রেম !