পর্ব—১। ____________________________________________________________________________
রাঙাপিসিকে প্রণাম করে মুখটা তুলতেই তিনি শিমূলকে জড়িয়ে ধরলেন… “বাব্বা এতদিনে মনে পড়ল তবে পিসিকে? দেখতে দেখতে বিয়ের বয়স হয়ে গেল…ভাবা যায় সেই শিমূল! কি সুন্দর দেখতে লাগছে রে তোকে !” … পিসির এমন মন ভোলানো কথায় শিমূলের মুখে একটা হালকা হাসি খেলে গেল। সুর্য তখনও মধ্যগগনে পা রাখে নি।তবুও রোদের তাপ কিছু কম লাগছে না…কোলকাতায় শীত যদিও বিদায় নিয়েছে,কিন্তু এখানে প্রচ্ছন্ন একটা শীতের আমেজ আছে এখনও। পিসি বললেন “চল ,ওপরে চল তোরা ,হাত মুখ ধুয়ে কিছু মুখে দে দিকিনি।”
© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh