
ভালোবাসার মহাকাব্য@Oindrila
তোমার চোখে এত জোনাকি
আমার সমস্ত আঁধার ধুয়ে যায়
চোখে চোখ রেখে চেয়ে থাকি ,
দেখে যাই আজন্ম নির্বাক স্তব
কানে বাজে দূর আজানের সুর
সয়ে যায় বিষের তীব্র দহন…..
সারা মন জুড়ে থাকে সমর্পণ!!
আর পবিত্র ভালোবাসার মহাকাব্য!
© Copyright 2014 @indrila, All rights Reserved. Written For: Oimookh